বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
উপজেলা নির্বাচন

জুড়ীতে প্রার্থীদের সঙ্গে যুব ফোরামের সভা  

মৌলভীবাজার প্রতিনিধি

জুড়ীতে প্রার্থীদের সঙ্গে যুব ফোরামের সভা  

মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা নির্বাচন শান্তি-সমপ্রীতি করার অঙ্গীকার ও যুব ভাবনা বিষয়ক প্রার্থীদের সঙ্গে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে যুব ফোরাম জুড়ী উপজেলা শাখার আয়োজনে এবং নাগরিক প্ল্যাটফর্ম মৌলভীবাজারের সার্বিক সহযোগিতায় এ পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে ও জুড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রথমে যুবদের প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন, মাধবী গোয়ালা ও গৌতম রুদ্রপাল। যুবদের প্রশ্নের জবাবে প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী (বর্তমান উপজেলা চেয়ারম্যান) বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, চেয়ারম্যান প্রার্থী (বর্তমান ভাইস চেয়ারম্যান) রিংকু রঞ্জন দাস, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুস শহীদ, শামীম আহমেদ, শেখরুল ইসলাম, জুয়েল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) রঞ্জিতা শর্মা ও শিল্পী আক্তার। 

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা নাগরিক প্লাটফর্মের সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার, সদস্য পল্লীগঞ্জ স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, নাগরিক প্লাটফর্মের সদস্য মৌলভীবাজার প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. মাহবুবুর রহমান রাহেল, মোহাম্মদ পাভেল, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী প্রেস ক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল প্রমুখ। 

সভায় বক্তারা নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীদের নিয়ে একসঙ্গে এমন ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। সকল প্রার্থী অঙ্গিকার করেন যে, নির্বাচনকালিন সময় তারা শান্তি-সমপ্রীতি রক্ষায় সচেষ্ট থাকবেন এবং যুবদের সঙ্গে নিয়ে আগামী দিনে পথ চলবেন। 

টিএইচ